Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দেউলী ইউনিয়নের খাল ও নদী
দেউলী ইউনিয়নের খাল ও নদী দেউলী ইউনিয়নের ১নং, ০২নং, ৪নং, ৫নং, ৭নং ও ৮নং ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদীটি। এছাড়া ইউনিয়নে ৪ থেকে ৬টি খাল রয়েছে।২ নং ওয়ার্ড বিল রয়েছে এবং ৭ নং ওয়ার্ড ৪নঙ ওযার্ড ,০৯নং ওয়ার্ড বয়ে চলছৈ বরোর বিল বলা হয়। এই বিলে প্রচুর মাছ পাওয়া যায় বর্ষার মৌসুমে ।ঝুনকাই গ্রামের পাশদিয়ে বয়ে চলছে অবিরত ধলেশ্বরী নদী যা যমুনা নদীর শাখা নদী। ব্রাহ্মনখোলা গ্রামটি একাংশ ধলেশ্বরী নদীর গভীরের বিলীন হয়ে গেছে। নদীর সাথৈ যুদ্ধ করে বাচতেহয় নতী পাড়ের মানুষ গুলোকে । নদীর সাথৈ যুদ্ধ করে করে সংগ্রামী হয়েগেছে মানুষ গুলো। প্রতিবছর নদীর বুকে ভেংগে যায় অসংখ্য বাড়ি ঘর: ।